banglanewspaper

ইবি প্রতিনিধি: উত্তরবঙ্গের বন্যার্তদের পাশে দাড়াতে আর্থিক সহায়তা প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি। জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর-ঠাকুরগাঁও- পঞ্চগড়) জেলা কল্যাণ সমিতি উত্তরবঙ্গের বানভাসি মানুষের পাশে দাড়াতে তহবিল গঠন করে এবং বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে। তারই ধারাবাহিকতায় ইবি নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি বৃহত্তর  দিনাজপুর জেলা কল্যাণ সমিতির বানভাসি  মানুষের  জন্য গঠিত তহবিলে কিছু অর্থ প্রদান করে।

আজ মঙ্গলবার দুপুর ১ টায় ইবি নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি শাহ মো মোফাজ্জল হোসেন (তুষার) বৃহত্তর দিনাজপুর জেলা কল্যাণ সমিতির যুগ্ম সাধারন সম্পাদক আবু সালেহ শামীম এর কাছে  অর্থ হস্তান্তর করেন । এ সময় উপস্থিত ছিলেন নাটর জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ মামুনুর রসিদ, বৃহত্তর দিনাজপুর জেলা কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য মোঃ সাইফুল্লাহ আলম, ইবি শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রবিউল ইসলাম পলাশ। নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি শাহ মো মোফাজ্জল হোসেন (তুষার) বাংলদেশের সকল মানুষকে স্ব স্ব অবস্থান থেকে বন্যাকবলিত অসহায়  মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

ট্যাগ: