banglanewspaper

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কোরআন শিক্ষা কেন্দ্র দারুল কোরআন ইত্তিফাকিয়াতে আগুন ধরে অন্তত ২৫ জন ছাত্র শিক্ষক মর্মান্তিক ভাবে মারা গেছেন। দেশটির দমকল বাহিনীর সূত্র থেকে একে দুই দশকের মধ্যে সবচেয়ে মর্মান্তিক অগ্নিকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় ভোট ৫টা ৪০মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার দমকল ও ত্রাণ বিভাগ। এ বিভাগ থেকে বলা হয়েছে, আগুনে নিহতদের মধ্যে ২৩ ছাত্র এবং ২ শিক্ষক রয়েছেন। তারা ধোঁয়ায় দমবন্ধ হয়ে বা আগুনে পুড়ে মারা গেছেন বলে জানানো হয়েছে। ভয়াবহ এ আগুনের সূচনা কি ভাবে হয়েছিল তা এখনো জানা যায়নি। 

এ কেন্দ্রে সাধারণ ভাবে ৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্রদের কোরআন শিক্ষা দেয়া হয়। ভবনের তিনতলা থেকেই আগুনের শুরু হয়েছে। ভবনটির এ তলায় শিক্ষার্থী ও শিক্ষকদের  ঘুমানোর ব্যবস্থা ছিল।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে শিশুরা মাদরাসার যে রুমে ঘুমায় সেগুলো আগুনে পুড়ে গেছে। শিশুদের বাবা-মায়েরা এই ঘটনায় বেশ উদ্বিগ্ন। তারা পরিস্থিতি জানতে মাদরাসার বাইরে জড়ো হয়েছেন।

ওই ঘটনায় আহত শিশুদের হাসপাতালে নেয়া হয়েছে। ধোঁয়ার কারণে অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা দেখা হচ্ছিল।

ট্যাগ: