banglanewspaper

নিজস্ব প্রতিনিধি: বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

রাঙ্গামাটির বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিস্থলে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন,  রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। 

প্রসঙ্গত, মুন্সী আবদুর রউফ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পূর্বপাকিস্তান রাইফেলস-এ ল্যান্স নায়েক পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৬৩ সালের ৮ মে পূর্বপাকিস্তান রাইফেলস-এ যোগদান করেন এবং তিনি স্বাধীনতা যুদ্ধের সময়ে নিয়মিত পদাতিক বাহিনীর সাথে যুক্ত ছিলেন। রাঙ্গামাটির বুড়িঘাটে পাকিস্তানি সৈন্যদের ব্যাপক ধ্বংসযোগ্য সাধন এবং তাদেরকে পিছু হটতে বাধ্য করেন। মুন্সী আবদুর রউফ ১৯৭১ সালের ২০ এপ্রিল পাকিস্তানি সেনাদের গোলার আঘাতে শহীদ হন।

ট্যাগ: