banglanewspaper

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান-এর মাতা আলহাজ ছালেমা খাতুন মারা গেছেন। আজ (২৩ নভেম্বর ২০১৭) রাত আড়াই টার দিকে কাজীর দেওড়ি এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি বাগমনিরাম ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মরহুম আবদুস সালামের স্ত্রী।

মরহুমা মৃত্যুকালে চারপুত্র, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইউজিসি চেয়ারম্যান ও বিশিষ্ট কলামিস্ট প্রফেসর আবদুল মান্নান তাঁর জ্যেষ্ঠ সন্তান। মরহুমার নামাজ-ই-জানাজা আজ বাদ আছর চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে চট্টগ্রামের পারিবারিক করস্থানে তাঁকে দাফন করা হবে।

মরহুমার মৃত্যুতে ইউজিসি’র সদস্যবৃন্দ, সচিব, বিভাগীয় প্রধানগণসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। একইসাথে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগ: banglanewspaper ইউজিসি চেয়ারম্যান মায়ের মৃত্যু