
ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের যারা যৌন জীবনে সক্রিয়, তাদের কমপক্ষে অর্ধেক পুরুষ প্রথম কারও সঙ্গে যৌন সম্পর্কের সময় কনডম ব্যবহার করেন না। জরিপে দেখা গেছে, কনডম সঙ্গে রাখলে চরিত্র সম্পর্কে ভুল বোঝার সম্ভাবনা আছে, এমনটাই মনে করেন এক তৃতীয়াংশ পুরুষ।
দেখা গেছে যে ইংল্যান্ডে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে প্রতি দশ জনে একজন গনোরিয়া এবং ক্ল্যামিডিয়ায় আক্রান্ত। রয়াল কলেজ অব জিপির সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসের ফোন জরিপে আক্রান্তরা জানিয়েছেন তারা কখনওই কনডম ব্যবহার করেননি।
ইউগভ পোল এ ২০০৭ জন তরুণের যৌন আচরণ নিয়ে সেক্সুয়াল হেলথ ক্যাম্পেইন চালানো হয়। ফলাফল প্রকাশিত হয় পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)-তে। এসটিআই এর প্রতিরোধের এই ক্যাম্পেইনটিতে সমর্থন জানিয়েছে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন, ডিউরেক্স এবং ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর সেক্সুয়াল হেলথ অ্যান্ড এইচআইভি। তাদের লক্ষ্য ছিল তরুণদের কাছে কনডম ব্যবহারের বিষয়টিকে স্বাভাবিক করা এবং তাদেরকে কনডম ব্যবহারে উৎসাহিত করা।
যৌন বাহিত রোগের প্রকোপ এত বেড়ে যাওয়ার পরেও কনডম ব্যবহারের মূল কারণ হিসেবে ৫৮% জানিয়েছেন অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়ানো। মাত্র ২৯% জানিয়েছেন যৌন বাহিত রোগ এড়াতে কনডম ব্যবহারের প্রয়োজনীয়তার কথা। রিপোর্টে দেখা গেছে, যৌন স্বাস্থ্য নিয়ে আলাপের বিষয়টি তরুণদের কাছে এখনও অস্বস্তিকর। ৫৬% পুরুষ এবং ৪৩% জানিয়েছেন বন্ধুদের সঙ্গে এসটিআই নিয়ে কথা বলাটা বেশ বিব্রতকর। গবেষণায় আরও একটি মজার তথ্য বের হয়েছে। দেখা গেছে ৩২% তরুণ জানিয়েছেন তারা টিভিতে কিংবা সিনেমায় কখনোই কনডম ব্যবহারের কোনো দৃশ্য দেখেননি।
নতুন ক্যাম্পেইন এবং সার্ভের ফলাফল সম্পর্কে আরসিজিপি এর চেয়ারম্যান প্রফেসর হেলেন স্টোকস-ল্যামপার্ড বলেন, ‘জরিপের ফলাফল আসলেই আশঙ্কাজনক। ভালো এবং সহজবোধ্য যৌন শিক্ষা প্রয়োজন সবার। এর মধ্যে গর্ভনিরোধ এবং এসটিআই এর ভয়াবহ দিকগুলো তুলে ধরতে হবে। পাবলিক হেলথ ইংল্যান্ডের এই বিষয়টি নিয়ে কাজ করার উদ্যোগ প্রশংসার পাওয়ার যোগ্য।’ স্টোকস-ল্যামপার্ড আরও জানান, ১৯৯৮ থেকে এখন পর্যন্ত ইংল্যান্ড এবং ওয়েলস-এ টিন প্রেগনেন্সি রেট কমে অর্ধেক হয়েছে। কিন্তু যৌনবাহিত রোগে আক্রান্তদের সংখ্যা আশঙ্কাজনক ভাবে বেড়েছে।
পিএইচই এর এসটিআই সারভেইলেন্স এর হেড গোয়েন্ডা হিউজ জানান, জরিপে দেখা গেছে যৌন জীবনে সক্রিয় ৪৭% তরুণ জানিয়েছেন, যখন নতুন কোনো নারীর সঙ্গে তারা যৌন কার্যে লিপ্ত হন তখন তারা কনডম ব্যবহার করেন না। আর এই কারণেই এসটিআই’তে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গনোরিয়া এবং ক্ল্যামিডিয়ায় আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে ৬ জনের বয়সই ২৫ এর কম। তাই তরুণদেরকে নতুন সঙ্গীর সঙ্গে যৌন কার্যে কনডম ব্যবহারে উৎসাহিত করা উচিত বলে মনে করেন তিনি।
ডিউরেক্স ইউকে এর টম হেইউড বলেন, ‘তরুণদের জানাতে চাই কনডম ব্যবহার করলে সেক্স একটি উপভোগ্য এবং নিরাপদ বিষয়। অনেকেরই মনে করেন কনডম ব্যবহারে যৌনতার আনন্দ কমে যায়, যা ভুল ধারণা। এসটিআই প্রতিরোধ করতে যৌনতায় কনডম অবশ্যই মুখ্য একটি বিষয়।’
ট্যাগ: Banglanewspaper কনডম যৌন
বিজ্ঞান-প্রযুক্তি
ফেসবুকের মতো প্ল্যাটফর্ম চালু করছে মাইক্রোসফট

সোশ্যাল মিডিয়া আনছে টেক জায়ান্ট কোম্পানি মাইক্রোসফট। চলতি সপ্তাহে সংস্থাটি ভিভা এনগেজ প্ল্যাটফর্মে এ তথ্য ঘোষণা করেছে। প্ল্যাটফর্মটি মাইক্রোসফট টিমস অ্যাপের সঙ্গেই চলবে। ধারণা করা হচ্ছে, সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবেই বিশ্ববাসীর সঙ্গে ভিভা এনগেজের পরিচয় করাতে চলেছে মাইক্রোসফট।
তবে মজার বিষয় হচ্ছে, ভিভা এনগেজ নামক প্ল্যাটফর্মের লুক ও ফিল এমনভাবে তৈরি করা হয়েছে, যা দেখতে হুবহু ফেসবুকের মতো। এর হোম ফিডে বিভিন্ন পোস্ট, ভিডিওসহ আরও অনেক কিছু দেখা যাবে। সম্প্রতি নতুন প্লাটফর্মটির একটি ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, হোম স্ক্রিনের ঠিক বাঁ দিকে থাকছে সেটিংস অপশন। এছাড়াও অন্যান্য কমিউনিটিতে যোগ দেওয়ার অপশনটি পাওয়া যাবে এখানে।
এসব দেখেই বিশেষজ্ঞরা দাবি করছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি নিয়ে ট্রায়েড অ্যান্ড টেস্টেড অ্যাপ্রোচ চালাচ্ছে মাইক্রোসফট। কারণ, মার্কেটে ফেসবুকের মতো বড় প্রতিদ্বন্দ্বী রয়েছে।
তবে মাইক্রোসফটের নতুন প্ল্যাটফর্মটিতে যে শুধুই ফেসবুকের সঙ্গে সাদৃশ্য রয়েছে এমনটা নয়। ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটে যেমন স্টোরিজ ফিচার দেখা যায়, একই ধরনের ফিচার মাইক্রোসফটের ভিভা এনগেজেও দেখা যেতে পারে। তবে সোশ্যাল প্লাটফর্ম হলেও এটি মূলত ব্যবসার ওপরেই ফোকাস করবে মাইক্রোসফট।
বিজ্ঞান-প্রযুক্তি
গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর

পঞ্চম প্রজন্মের মুঠোফোন সেবা ফাইভ-জি নেটওয়ার্ক চালু করেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
মঙ্গলবার (২৬ জুলাই) নেট দুনিয়ায় ফাইভ-জি স্পিডে যাত্রা করে প্রতিষ্ঠানটি। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি নির্দিষ্ট স্পটে এ সেবা চালুর মাধ্যমে অপারেটরটি পথচলা শুরু করে।এর মাধ্যমে গ্রাহকের ফাইভ-জি সমর্থিত মুঠোফোনে এ সেবাটি পাওয়া যাবে বলে জানায় গ্রামীণফোন।তবে এর জন্য ডিভাইস প্যাচ প্রয়োজন হবে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনা উন্মোচনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যপূরণে আমরা ফাইভ-জি কানেক্টিভিটি ও এর ইউজ কেসের ট্রায়াল পরিচালনা করছি। এ জন্য বাংলাদেশ সরকার, নিয়ন্ত্রক সংস্থা, নেটওয়ার্ক পার্টনার, ইকোসিস্টেম প্লেয়ার এবং গ্রামীণফোন টিমের সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, সবাই একসঙ্গে আগামী দিনের কানেক্টিভিটিকে (ফাইভ-জি) সম্ভাবনায় পরিণত করেছেন। ফাইভ-জি’র ট্রায়াল পরিচালনা ও ফাইভজি’র চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে আমরা সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে কাজ করার ব্যাপারে প্রত্যাশী। বর্তমানে আমরা ফোরজি নেটওয়ার্ক শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি; একইসঙ্গে আমরা ভবিষ্যতের সক্ষমতা তৈরি, ফাইভ-জি ইকোসিস্টেম বিনির্মাণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি, ব্লকচেইন ও রোবোটিকসের মাধ্যমে শিল্পখাতের জন্য বিভিন্ন সল্যুশন নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর দেশের ৬টি জায়গায় পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু করে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক।
বিজ্ঞান-প্রযুক্তি
নম্বর সেভ না করে হোয়াটসঅ্যাপে যেভাবে বার্তা পাঠাবেন

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ একের পর এক নতুন ফিচার আনছে। এটির কোটি গ্রাহক হলেও, একটি কারণে ব্যবহারকারীরা সমস্যায় পড়েছেন। কীভাবে নম্বর সেভ না করে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে হয় সে সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। এতে সুবিধে হবে আপনার।
সেভ নয় এমন নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানোর অফিসিয়াল উপায় নেই। তবে এটি একটি দরকারি ফিচার। কারণ অনেক হোয়াটসঅ্যাপ গোপনীয়তা সেটিংস ‘মাই কনন্ট্যাক্টস’র মধ্যে সীমাবদ্ধ এবং আপনি হয়তো চান না যে আপনার ফোন বুকের প্রত্যেকে আপনার প্রোফাইল চিত্রটি দেখুক।
কিছু তৃতীয় পক্ষের অ্যাপ রয়েছে, যা আপনাকে নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপ বার্তা পাঠাতে দেয়। কিন্তু এই অ্যাপগুলো ব্যবহার করাকে উৎসাহিত করা হয় না। কারণ, এটি আপনার নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অনেকসময় আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।
নম্বর সেভ না করে যেভাবে মেসেজ পাঠাবেন
আপনার স্মার্টফোনে যেকোনো ব্রাউজার খুলুন এবং অ্যাড্রেস বারে ‘https://wa.me/phonenumber’ টাইপ করুন। এই URL কপি এবং পেস্ট করা উচিত নয়। ‘ফোন নম্বর’র পরিবর্তে আপনাকে প্রথমে URL-এ আপনার মোবাইল ফোন নম্বর টাইপ করতে হবে। আপনি আপনার ফোন নম্বর যোগ করার পরে যেমন- ‘https://wa.me/991125387’ URL হওয়া উচিত।
বিজ্ঞান-প্রযুক্তি
গ্রামীণফোন গ্রাহকদের জন্য দুঃসংবাদ

বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন গ্রাহকদের জন্য সর্বনিম্ন মোবাইল রিচার্জ নির্ধারণ করেছে।
শুক্রবার (১ জুলাই) এক এসএমএসে প্রতিষ্ঠানটি গ্রাহকদের জানিয়েছে, এখন থেকে গ্রামীণফোন ব্যবহারকারীরা ২০ টাকার কম রিচার্জ করতে পারবেন না। রিচার্জের মেয়াদ ৩০ দিনের। তবে ১৪ ও ১৬ টাকার মিনিট প্যাকেজগুলো কিনতে বাধা নেই। রিচার্জ কার্ডগুলোও আগের মতোই চালু থাকবে।
এ ছাড়া ২১ এবং ২৯ টাকা রিচার্জে দুই এবং তিন দিন মেয়াদে যেকোনো লোকাল নম্বরে স্পেশাল কল রেট পাওয়া যাবে। জিপি থেকে জিপি নাম্বারে সর্বনিম্ন ১০ টাকা ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।
গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন প্রোডাক্টের সুবিধাসমূহ সরলীকরণ করার অংশ হিসেবে সর্বনিম্ন রিচার্জ নির্ধারণ করেছে তারা।
এর আগে মানসম্পন্ন সেবা দিতে ব্যর্থ হওয়ায় গ্রামীণফোনকে ২৮ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)।
বিজ্ঞান-প্রযুক্তি
গ্রামীণফোনের সিম বিক্রিতে বিটিআরসির নিষেধাজ্ঞা

মানসম্মত সেবা দিতে না পারায় দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
বুধবার (২৯ জুন) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, গ্রামীণফোন শুধু গ্রাহক বাড়াচ্ছে কিন্তু সেবার মান বাড়াচ্ছে না। তারা সেবার মান ভালো করার কোনো উদ্যোগও নিচ্ছে না। এটা হতে দেওয়া যাবে না। যতদিন না তারা সেবার মান ভালো করবে এবং তা সন্তোষজনক পর্যায়ে উন্নীত না হবে ততদিন গ্রামীণফোনের সিম বিক্রি বন্ধ থাকবে।
এ বিষয়ে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, গ্রামীণফোন মানসম্মত সেবা দিতে পারছে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সিম বিক্রি বন্ধ থাকবে।
৮ কোটি ৪৯ লাখ ৫০ হাজারের এই মোবাইল ফোন অপারেটর বর্তমানে এক মেগাহার্টজ তরঙ্গে ১৪ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে, যা অন্যান্য অপারেটরের চেয়ে বেশি।
গত ৩১ মার্চ অনুষ্ঠিত সর্বশেষ নিলামে তারা সবচেয়ে বেশি তরঙ্গ (৬০ মেগাহার্টজ) কিনেছে। নতুন তরঙ্গ যুক্ত হলে এক মেগাহার্টজ তরঙ্গে ৭ লাখ ৭০ হাজার গ্রাহককে সেবা দেওয়া হবে।