banglanewspaper

গেলাম মোস্তফা রাঙ্গা।। ২৪ ডিসেম্বর সকfল ১১ঘটিকায় ৩৩ আনসার ব্যাটালিয়ন, সুহিলপুর, ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সমাবেশ ২০১৭ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুমিল্লা রেঞ্জ পরিচালক মোঃ হিরা মিয়া (পিএএম)। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাহেদুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ মাহবুবুর রহমান (পিএএমএস)।বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাইদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুম ইফতেকার, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী একে এম ইয়াকুব।

অনুষ্ঠানে জেলা এবং ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার ০৯টি উপজেলা হতে মোট ৩০০ জন ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী এবং ভিডিপি সদস্য-সদস্যা অংশগ্রহণ করেন।

সাহসিকতা, সেবাধর্মী ও উল্লেখযোগ্য কাজের জন্য আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের ০১টি রঙ্গিন টেলিভিশন, ০৪টি সেলাই মেশিন, ০৩টি বাই-সাইকেল (পুরুষ) ও ০৩টি বাই-সাইকেল (মহিলা)প্রদান করা হয়।

ট্যাগ: Banglanewspaper ব্রাহ্মণবাড়িয়া আনসার