banglanewspaper

ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ অনেকে বলে জানা গেছে। তাদের উদ্ধারে কাজ চলছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে ভারতের মুর্শিদাবাদের দৌলতাবাদে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি করিমপুর থেকে মালদহ যাচ্ছিল। বালিরঘাট ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময়ে ভৈরব নদীতে পড়ে যায় বাসটি বলে আনন্দ বাজারের খবরে বলা হয়।

উদ্ধার হওয়া যাত্রীদের দাবি, চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে বাসটি চালাচ্ছিলেন। সে কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়।

এ দিকে, দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পড়ে উদ্ধার কাজ শুরু হয়, এই অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশের দু’টি গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ স্থানীয়দের।

পুলিশের তরফে জানানো হয়েছে, পুলিশ ও দমকল বাহিনী যৌথ ভাবে উদ্ধার কাজ শুরু করেছে। 

ট্যাগ: Banglanewspaper মোবাইল চালক বাস খাদে নিহত