banglanewspaper

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছিল সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি। কমলাপুর থেকে যখন ট্রেনের গতি বাড়তে থাকলো, ধীরে ধীরে প্ল্যাটফরম অতিক্রম করলো। প্ল্যাটফরম ছেড়ে উন্মুক্ত ইয়ার্ডে যখন ট্রেন গতি নিয়েছে তখনই ঘটলো অবাক করা ঘটনা। ট্রেন থেকে লাফ মারলো এক যুবক।

এই ঘটনা ধরা পড়েছে মোবাইল ক্যামেরায়। এখন অনেকেই মোবাইলের ক্যামেরা কারণে অকারণে খুলে রাখেন। জার্নির সময় তো কথাই নেই। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন যখন কমলাপুর ছেড়ে যাচ্ছিল তখন মৃন্ময় কুমার বিশ্বাস নামের এক তরুণ জানালা দিয়ে বাইরের দৃশ্য ভিডিও করছিলেন।

মজার বিষয় হলো এই ক্যামেরায় অচেনা তরুণের ট্রেন থেকে লাফ দেয়ার দৃশ্য ধরা পরে যায়। পরে ভিডিও থেকে এই স্থিরচিত্রটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। গতকাল ছবিটি বাংলাদেশ রেলওয়ে ফ্যান্সদের ফেসবুক গ্রুপে পোস্ট করা হয় পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রুপ নেয়।

এই ঘটনায় আলোচনা সমালোচনা চলতে থাকে। তবে অধিকাংশদের মত এরকম কাজ করাটাও মোটেও সমীচীন নয়। এসব কারণেই অনেকে পা-জোড়া হারায়, ট্রেনের তলে চলে গিয়ে প্রাণ হারায়। তবে ওই লাফ দেয়া তরুণের খোঁজ পাওয়া যায়নি।

ট্যাগ: Banglanewspaper কমলাপুর ট্রেন যাত্রী ক্যামেরা