banglanewspaper

বিশ্বের অন্যতম বৃহত্তম বিজ্ঞাপনদাতা ও ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার ফেসবুক ও গুগলের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন বন্ধের হুমকি দিয়েছে। 

প্রতিষ্ঠানটি সমাজে বিভাজন তৈরি ও শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগ তুলেছে ফেসবুক ও গুগলের বিরুদ্ধে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউনিলিভারের প্রধান বিপণন কর্মকর্তা কিথ উইডকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, “আমরা সেই ধরনের পরিবেশে থাকতে চাই না, যেখানে অনলাইনে যা দেখে, তার উপর ভোক্তাদের আস্থা একেবারে নেই।” ডিজিটাল মিডিয়ার স্বার্থেই এই সিদ্ধান্ত তাদের, যাতে বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন বন্ধের আগে তারা বিষয়টি ভাবতে বাধ্য হয়।

তিনি বলেন, ভুয়া খবর ও ‘বিষাক্ত’ অনলাইন বিষয়বস্তুর যুগে প্রযুক্তি শিল্পগুলোকে স্বচ্ছতা ও ভোক্তাদের বিশ্বাসকে আরও উন্নত করার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ‘বিশ্বস্ত বিজ্ঞাপনদাতা হিসেবে ইউনিলিভার এমন কোনও প্লাটফর্মে বিজ্ঞাপন দিতে চায় না যারা সমাজে ইতিবাচক অবদান রাখছে না।’

বিজ্ঞাপনে নারীদের উপস্থাপনায় ছাঁচিকরণ বন্ধে দৃঢ় প্রতিজ্ঞার কথা জানিয়ে ইউনিলিভার বলেছে, ‘তারা শুধু সেসব প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব রাখবে যারা আরও ভাল ডিজিটাল অবকাঠামো নির্মাণে কাজ করবে।’

গত বছর ফেসবুকে ডাভ সাবানের একটি বিজ্ঞাপনে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠলে সমালোচনার মুখে পড়ে ইউনিলিভার্। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও বর্জনের আহ্বান জোরালো হয়ে উঠলে প্রতিষ্ঠানটি ক্ষমা চাইতে বাধ্য হয়। সে সময় তারা বলে, ‘তারা নারীদের রংয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিকে ভুল করে বাদ দিয়ে ফেলেছে।’

ট্যাগ: banglanewspaper ইউনিলিভার ফেসবুক গুগল