banglanewspaper

তারেক আজিজ, চাঁপাইনবাবগঞ্জ : ভেজাল হলুদ বহনকারী একটি নসিমনসহ একজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় টোলঘর চেকপোস্টে নসিমন ভর্তি প্রায় ১০ মন হলুদসহ চালককে আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে সদর মডেল থানার এস আই রনি সাহা ভেজাল হলুদের গাড়িসহ চালককে আটক করেন। আটকৃত চালক শিবগঞ্জ উপজেলার একবরপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে মোঃ কবির (২৭)। 

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিক্তিতে ভেজাল হলুদ ভর্তি নসিমনসহ তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই হলুদের প্রকৃত মালিক শিবগঞ্জ উপজেলার বিনোদপুরের একবরপুর গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে সেরাজুল ইসলাম। তারা দীর্ঘদিন এ ধরনের ভেজাল হলুদ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে বলে জানা গেছে।

এ ঘটনায় চার জনকে আসামী করে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। 

ট্যাগ: banglanewspaper চাঁপাইনবাবগঞ্জ নসিমন আটক