banglanewspaper

ওমর ফারুক, বান্দরবান: রবিবার (২৫ ফেব্রুয়ারি) উপসচিব পদমর্যাদার ২২ কর্মকর্তাকে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রজ্ঞাপনে গাজীপুর সিটি কর্পোরেশনপর সচিব মো.আসলাম হোসেনকে (উপসচিব) বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর উপসচিব দেওয়ান মাহাবুবুর রহমান আজ (রবিবার) প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। রাষ্ট্রপতির আদেশক্রমে একই মন্ত্রণালয়ের প্রেষন-১ অধিশাখার উপসচিব নুমেরী জামান স্বাক্ষরিত অপর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সদ্যপদোন্নতি প্রাপ্ত বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিককে (যুগ্মসচিব) বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

এ আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে বলেও দুটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, দিলীপ কুমার বণিক ২০১৬ সালের ২৫ জানুয়ারি জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর স্থলাভিসিক্ত হন।

ট্যাগ: banglanewspaper মুক্তিযোদ্ধা ট্রাস্ট্র বান্দরবান জেলা প্রশাসক