banglanewspaper

ফরেন্সিক রিপোর্টে বলা হচ্ছে শ্রীদেবী দুর্ঘটনার কারণে বাথটাবের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন। এছাড়াও তার শরীরে এলকোহল পাওয়া গেছে। তিনি মাতাল ছিলেন বলে মনে করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের মিনিস্ট্রি অফ হেলথের সিলমোহরযুক্ত ডেথ সার্টিফিকেট প্রকাশ করেছেন আরব আমিরাতের গণমাধ্যম গালফ নিউজ।

গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, শ্রীদেবী গোসল করতে গিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন। ফলে বাথটাবের পানিতে ডুবে তিনি শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যবরণ করেন। শরীরে এলকোহল থাকার কারণে শরীরের অন্যান্য অঙ্গ সেসব কার্য ক্ষমতা হারিয়ে ফেলে বলে গালফ নিউজ ফরেন্সিক প্রতিবেদনের সূত্র দিয়ে উল্লেখ করে।

কিন্তু ফরেন্সিক প্রতিবেদন নিয়েও সোশ্যাল মিডিয়ায় সন্দেহ পোষণ করা হচ্ছেন। সন্দেহ করছেন শুভাকাঙ্ক্ষীরা। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ উল্লেখ করতে গিয়ে সেখানে বানান ভুল করা হয়েছে।  Due to : ACCDENTAL DRAWNING যেখানে DRAWNING বানান সুস্পষ্টভাবে ভুল করা হয়েছে।

'পানিতে ডুবে' মৃত্যুর কারণ সামনে আসার পর সন্দেহ জোড়ালো হচ্ছে অন্যদিকে আরব আমিরাতের শীর্ষ গণমাধ্যম খালিজ টাইম জানিয়েছিল কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় শ্রীদেবীর।

ট্যাগ: banglanewspaper হার্ট অ্যাটাক শ্রীদেবী