banglanewspaper

ওমর ফারুক, বান্দরবান: "সম্প্রীতির বান্দরবানকে আমরা আলোকিত বান্দরবানে রুপান্তরিত করতে চাই। আপনারা (সাংবাদিক) সরকারের ছাঁয়া সরকার। আপনাদের মাধ্যমের আমরা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরি এবং সরকারি কাজে কোন অনিয়ম হলে তার খবরাখবর পেয়ে থাকি। তাই আপনারাও সরকারের এবং উন্নয়নের অংশ"।

শনিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন'র একযুগ পূর্তি ও তের বছরে পদার্পনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসলাম হোসেন এসব কথা বলেন। অনুষ্ঠানের পূর্বে প্রেস ক্লাব থেকে একটি র্যালী শুরু হয়ে রাজার মাঠে এসে শেষ হয়।

প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি আল ফয়সাল বিকাশ। অনুষ্ঠানে বান্দরবান সদর থানা অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ: banglanewspaper বান্দরবান