banglanewspaper

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষবর্ধণ শ্রিংলা।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষবর্ধণ শ্রিংলা বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ভারতীয় হাই কমিশনের অর্থায়নে নির্মিত মিউজিয়াম লাইব্রেরী ভবনের তৃতীয় তলা উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়।

ট্যাগ: Banglanewspaper হর্ষবর্ধণ বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন