banglanewspaper

ওমর ফারুক, বান্দরবান: “যুক্তির আলোয় শুদ্ধ হোক সমাজ, মুক্ত হোক বিবেক” এই স্লোগানে বান্দরবানে সমাপ্ত হল ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের উদ্যোগে আয়োজিত ৫দিন ব্যাপী বিতর্ক উৎসব।

বৃস্পতিবার সকালে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইনষ্টিটিউট মিলনায়তনে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ ডোনার গ্রুপের সাধারণ সম্পাদক এন এ জাকির।

ইয়ুথ ডোনার গ্রুপের  সভাপতি আহসানুল আলম রুমুর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক মো: আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আলী হোসেন, আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী জাহাঙ্গীর আলম, পাবত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। 

প্রতিযোগিতার ফাইনালে “নৈতিক উন্নয়নই পারে বাংলাদেশের উন্নয়নের গতিশীলতাকে ধরে রাখতে” বিষয়ে জুনিয়র গ্রুপে বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয় লামা সরকারী উচ্চ বিদ্যালয়কে এবং “দরিদ্রতা নয় পরিবেশ রক্ষায় এ শতকের বড় চ্যালেঞ্জ” বিষয়ে বান্দরবান ক্যান্ট: পাবলিক স্কুল কলেজ বান্দরবান সরকারী কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ীদের পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 

প্রতিমন্ত্রী বিতার্কিকদের উদেশ্যে বলেন, তোমাদের মাঝে আমি ভবিষ্যৎ বান্দরবানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। তোমরাই আগামী বান্দরবান। তোমাদের মত যোগ্যদের হাত ধরেই আমাদের রুপকল্প-২০৪১ বাস্তবায়িত হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি স্কুল কলেজে বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে ছেলে-মেয়েদের মেধার বিকাশের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

ট্যাগ: Banglanewspaper বান্দরবান ইয়ুথ ব্লাড ডোনার বিতর্ক উৎসব