banglanewspaper

ওমর ফারুক, বান্দরবান : “উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলেছে দেশ” লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বান্দরবানে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে।

আজ শনিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

জেলা লিগ্যাল এইড'র চেয়ারম্যান ও জেলা দায়রা জজ লা মং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। এই সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মো: আসলাম হোসেন, পুলিশ সুপার মো: জাকির হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে অতিথিরা বলেন লিগ্যাল এইড গরীব দু:খী মানুষের পাশে বিপদে বন্ধুর মত নানা রকম আইনগত সহায়তা প্রদান করে আসছে এবং এর সুফল পাচ্ছে জেলার সকল জনসাধারণ। মানুষের পাশে থেকে তাদের নানাভাবে আইনগত সহায়তা প্রদান করায় প্রধান অতিথি জেলা লিগ্যাল এইডকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

ট্যাগ: banglanewspaper বান্দরবান