banglanewspaper

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আল মামুন (২৮) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন।

রোববার (১৩ মে) বিকাল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। তিনি ঘাটাইল সেনানিবাসের ২৯ বেঙ্গল রেজিমেণ্টের একজন সৈনিক ছিলেন। 

ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান  বলেন, মামুন টাঙ্গাইল থেকে মোটরসাইকেলযোগে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি হামিদপুর বাসস্ট্যান্ডে পৌঁছলে বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে। 

ট্যাগ: banglanewspaper টাঙ্গাইল