banglanewspaper

মাগুরায় মার্কাস মসজিদের ভিতর তাবলিগ জামাতের ৫ জনকে অচেতন করে জুনায়েদ আহমেদ নামে এক সঙ্গী নগদ অর্থ, মোবাইল ফোন সহ কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে। তার বাড়ি সিলেটে বলে জানা গেছে।

মাগুরা মার্কাস মসজিদে আগন্তক তাবলিক সদস্য সাইদুল ইসলাম জানান, শুক্রবার রাতে ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৬ জনের একটি দল ৪০ দিনের সফরের জন্যে মাগুরা মার্কাস মসজিদে আসেন। রাতের খবার শেষে মসজিদে অধিকাংশরা ঘুমিয়ে পড়লেও রাত পৌনে এগারটার দিকে ওই জামাতের নতুন সঙ্গী জুনায়েদ নামে এক যুবক একটি ফ্রুটো জুসের সঙ্গে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে সুরুজ হোসেন (৭০), জাহাঙ্গীর আলি কিবরিয়া (৩০), মিনহাজ উদ্দিন (২৩), রায়হান (২০) ও  সাইফুল মুন্না (২০) নামে ৫ সঙ্গীকে অচেতন করে তাদের নগদ অর্থ ও মালামাল নিয়ে পালিয়ে যায়।

আজ শনিবার মধ্যরাতে রোজার সেহরি খেতে ঘুম থেকে উঠলেও তারা অচেতন অবস্থায় ঘুমিয়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে বিষয়টি বুঝতে পেরে ভোরে অচেতন অবস্থায় ৫ জনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করতে সম্ভাব্য সকল স্থানে তল্লাশি চালানো হচ্ছে।
 

ট্যাগ: banglanewspaper মাগুরা