banglanewspaper

দীপিকা সম্পূর্ণ সুস্থ সাছেন, ভালো আছেন। বাসার ভবনে লাগা আগুন তার কোনো ক্ষতি করতে পারেনি। নিশ্চিত করেছেন দীপিকা নিজেই। টুইটারে এসব কথা জানিয়েছেন তিনি। তিনি লেখেন, ‘আমি নিরাপদে আছি। সবাইকে ধন্যবাদ, এমন অবস্থায় আমার খোঁজ নেয়ার জন্য। যারা এই অগ্নিকাণ্ডে ঝুকিতে আছেন, তাদের জন্য সবাই প্রার্থনা করুন।’

মুম্বাইয়ের ওরলির প্রভাদেবী এলাকার বিউবন্ড ভবনে বুধবার (১৩ জুন) দুপুরে হঠাৎ করেই আগুন লাগে। ঐ ভবনের ২৭ তলায় বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকনের বাসা। আগুন লাগার পর দীপিকার সহকর্মী ও ভক্তরা উদ্বিগ্ন হয়ে পরেন তার অবস্থা নিয়ে। সেই উদ্বিগ্নতা কাটাতে টুইটারে সবার সঙ্গে তার ভালো থাকার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। 

ট্যাগ: banglanewspaper দীপিকা