banglanewspaper

এম.পলাশ শরীফ: বাগেরহাটের মোরেলগঞ্জে ২২ দিনের মাথায় আরও একটি অজগর সাপ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে পুটিখালী ইউনিয়নের মঙ্গলেরহাট এলাকা থেকে বনবিভাগ অজগরটি উদ্ধার করে। আজ বিকেলে বনবিভাগ সাপটি নিরাপদে সুন্দরবনে অবমুক্ত করেছে। এর পূর্বে গত ১৭ই জুলাই উপজেলার চিপাবারইখালী  গ্রামে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ জালে আটকা পড়ে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, মঙ্গলেরহাট গ্রামের অমির হোসেনের বাড়ির একটি গাছের সাথে ঝুলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বনবিভাগ ও ভিটিআরটি সদস্যরা সাপটি উদ্ধার করে হেফাজতে নেন। 

গুলিশাখালী ফরেষ্ট ক্যাম্প কর্মকর্তা মনিরুল হক খান বলেন, অজগরটিকে বনে অবমুক্ত করা হয়েছে। এটির বয়স প্রায় ১ বছর ও দৈর্ঘ সাড়ে ৭ফুট। এটি খুবই ক্ষুধার্থ। বনবিভাগের মতে খাবারের সন্ধানে বন্যপ্রানি বন ছেড়ে লোকালয়ে ঢুকছে। 

ট্যাগ: Banglanewspaper মোরেলগঞ্জ