banglanewspaper

মোঃ জুয়েল রানা, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় উন্মক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে  কার্প জাতীয় মাছের উৎপাদন বৃুদ্ধির লক্ষ্যে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।

শুক্রবার (১০ আগস্ট) কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের গুঘড়ার বিল সংলগ্ন উন্মুক্ত জলাশয়,বর্ষা প্লাবিত ধানক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে দুইশ ৬৩ কেজি দেশীয় রুই,কাতল ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী  ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এসময় তিনি বলেন, দেশীয় প্রজাতীর কচুয়ার কৈ মাছের খ্যাতি রয়েছে। দেশীয় প্রজাতীর মাছ চাষে সবাইকে যতœবান হতে হবে। বাংলাদেশ মাছ চাষ ও রপন্তানী করে দেশের অর্থনীতিতে বিশেষ সাফল্য এনেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান, সাচার বাজার কমিটির সাধারণ সম্পাদক সেলিম কবির প্রমূখ।

ট্যাগ: banglanewspaper চাঁদপুর