banglanewspaper

শরীফ আনোয়ারুল হাসান রবীন: মাগুরার শালিখা উপজেলার ভাটোয়াইল গ্রামে সাপের কামড়ে তপাই বিশ্বাস (১০) নামে এক শিশুর  মৃত্যু হয়েছে। তপাই ওই গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে। 

শনিবার সকালে এই ঘটনা ঘটে। সে ভাটোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির ছাত্র ছিল।

পারিবার জানায়, আগের রাতে তপাই নিজ বাড়ির শোবার ঘরে তার মায়ের কাছে মশারীর মধ্যে ঘুমিয়ে ছিলো। ঘুমের মধ্যে কোন এক সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। সকালে তার মায়ের ডাকে ঘুম না ভাঙ্গায় পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

মাগুরার ২৫০ শয্যার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ্বাস জানান, ‘সকালে মুমুর্ষু অবস্থায় সাপে কামড়ানো ওই রোগীকে হাসপাতালে আনা হয়। কিন্তু চিকিৎসা দেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়।’

ট্যাগ: Banglanewspaper মাগুরা সাপের কামড় শিশুর মৃত্যু