banglanewspaper

মোস্তাফিজুর রহমান, বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলার পৌর শহরের কলেজ রোড সাবরেজিস্টার সংলগ্ন জামে মসজিদ নির্মানের লক্ষে পুরানো ভবন ভাঙ্গার কাজ চলছিল। এ সময় মসজিদের পুকুরে গোসল করে যাওয়ার সময় দেয়াল ধসে পরে নিলয় নামে এক শিশুর মৃত্যু হয়।

শিশু নিলয় কলেজ রোডের শেখর মিয়ার ছেলে। সে পাথরঘাটা তাসলিমা মেমোরিয়াল একাডেমির তৃতীয় শ্রেনীর ছাত্র ছিলেন। ৩০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, দুপুর ১টার দিকে শিশু নিলয় মসজিদের পুকুর থেকে গোসল করে বাসায় যাওয়ার সময় মসজিদের ওয়াল ধসে ঘটনা স্থলেই মারা যায়।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. খবির আহমেদ বলেন, মসজিদের পুকুর থেকে গোসল করে বাসায় যাওয়ার সময় দেয়াল ধসে চাপা পড়ে। এ সময় ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

ট্যাগ: Banglanewspaper পাথরঘাটা