banglanewspaper

হলিউড অভিনেত্রী ভেনেসা মারকুইজে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। ৩০ আগস্ট, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। 

ঘটনার দিন ভেনেসা লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির মালিক এক নারী ‘উদ্ভট আচরণ’ করছে বলে পুলিশকে জানান। এরপর ঘটনাস্থলে এসে পুলিশ ভেনেসার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে একটি মেডিকেল টিমও ছিল। তারা ভেনেসা মারকুইজের শারীরিক অবস্থা খতিয়ে দেখার চেষ্টা করেন।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের শেরিফ ডিপার্টমেন্টের সার্জেন্ট জো মেনডোজার দাবি, ভেনেসা মারকুইজে হঠাৎ একটি পিস্তল এনে পুলিশের দিকে তাক করেন। পুলিশ এ সময় আত্মরক্ষার্থে ভেনেসা মারকুইজেকে গুলি করে।

এদিকে পুলিশের দাবি, মারকুইজের হাতে যে বন্দুকটি ছিল, সেটি বিবি টাইপের বন্দুক। এটা একধরনের সেমি-অটোমেটিক হ্যান্ড গান।

লস অ্যাঞ্জেলেস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ ভেনেসা মারকুইজের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি হঠাৎ উত্তেজিত হয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন।

ভেনেসা মারকুইজে ১৯৯৪ সাল থেকে ১৯৯৭ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘ইআর’ টিভি সিরিজে অভিনয় করেন। এ ছাড়া ১৯৯৩ সালে ‘ব্লাড ইন ব্লাড আউট’ এবং ‘টোয়েন্টি বাকস’ নামে সিনেমায়ও অভিনয় করেন তিনি

গত বছর কো-স্টার জর্জ ক্লুনির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন এই অভিনেত্রী। 

ট্যাগ: banglanewspaper অভিনেত্রী পুলিশ