banglanewspaper

ব্রাজিলের রিও ডি জেনিরোতে অবস্থিত দুইশ বছরের পুরোনো জাতীয় জাদুঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম জি-১-এর বরাত দিয়ে সোমবার এ খবর প্রকাশ করেছে। 

ব্রাজিলের প্রেসিডেন্ট মিচেল তেমের এক টুইটে লিখেছেন, ‘জাতীয় জাদুঘরের উপকরণ ভস্মীভূত হওয়ার মধ্য দিয়ে ব্রাজিলের অপূরণীয় ক্ষতি হয়েছে। দুইশ বছরের কাজ, গবেষণা, জ্ঞান হারিয়ে গেছে। ইতিহাসের এই মূল্য কখনো পরিমাপ করা যাবে না। সব ব্রাজিলিয়ানের জন্য আজ শোকের দিন।’

অগ্নিকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়ে যায়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ভয়াবহ রকমের আগুন জ্বলছে ভবনজুড়ে। আগুনের শিখা অনেক ওপরে পর্যন্ত উঠে যায়।

১৮১৮ সালে প্রতিষ্ঠিত এ জাদুঘরটির এ বছরের শুরুতে জাতীয় জাদুঘরের দুইশ বছর পূর্তির উৎসব হয়। ঔপনিবেশিক শাসনের পর ভবনটিতে জাদুঘর স্থাপন করা হয়। সেখানে প্রায় দুই কোটি দর্শনীয় উপকরণ ছিল। যার মধ্যে মমি, উল্কাপিণ্ড, পোকামাকড়ের জীবাশ্মের মতো দুর্লভ উপকরণও ছিল।

ট্যাগ: banglanewspaper ব্রাজিল