banglanewspaper

মাগুরা প্রতিনিধি : সংঘাত বিবাদ নয়, শান্তির পথে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করলো মাগুরার দির্ঘদিনের গ্রাম্য প্রতিপক্ষ দুই দলের কয়েক হাজার মানুষ। গ্রামাঞ্চলের শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় স্থানীয়দের নিয়ে এমনই এক ব্যতিক্রমি উদ্দ্যোগ গ্রহন করে মাগুরা জেলা পুলিশ।

মাগুরা জেলা পুলিশের উদ্দ্যোগে গতকাল বুধবার বিকালে গোপালগ্রাম ইউনিয়ন চত্বরে গত ১১ সেপ্টেম্বরের হামলা, বাড়িঘর ভাংচুরসহ লুটপাটের ঘটনা কে কেন্দ্র করে দির্ঘদিনের প্রতিপক্ষ দুই দলের মাতব্বরসহ গ্রামবাসীদের নিয়ে এক শান্তি সভার আয়োজন করা হয়। 

এ সময় তাদের মাঝে আপস মিমাংসার মাধ্যমে ভবিষ্যৎতে এলাকার শান্তি প্রতিষ্ঠায় সকল বিরোধ ভুলে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারে শপথ পাঠ করনো হয়। দুই দলের প্রধান পান্না, মোল্লা লিয়াকত, মিলন ও রাজিব চেয়ারম্যান, কাসেমসহ মাতব্বরদের হাতে হাত মিলিয়ে দেয়ার মাধম্যে এ অঞ্চলের দীর্ঘ দিনের কয়েক পুরুষ ধরে চলে আসা বিবাদমান প্রতিপক্ষ দুটি দলের মাঝে চির শত্রুতার অবসান ঘটিয়ে বন্ধুত্বপুর্ন সম্পর্কের সুচনা হল বলে মন্তব্য করেন স্থানীয়রা।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে পুলিশের সদর সার্কেল আহসান হাবিব, সদর থানার ওসি সিরাজুল ইসলাম, স্থানিয় ফাড়ির ইনর্চাজসহ, সাংবাদিক অলোক বোষ, রবীন শরিফ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দুই দলের মাতব্বরসহ  প্রায় দুই হাজার গ্রামবাসী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, জেলার গ্রামাঞ্চল গুলি জুড়ে স্থানীয় গ্রাম্য প্রতিপক্ষের বিরোধে সংঘাত সহিংসতার ঘটনায় প্রতিনিয়ত হামলা ভাংচুর, লুটপাট, হত্যাসহ নানা অপ্রতিকর ঘটনা রোধে ও গ্রামাঞ্চলের সাধারন মানুষের মাঝে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে এ উদ্দ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

জেলার গ্রামাঞ্চল গুলিতে দির্ঘদিন যাবত স্থানীয় প্রতিপক্ষের দলাদলিকে কেন্দ্র করে অতি সামান্য বিষয় নিয়ে কাজ্জিয়া দাঙ্গায় হামলা লুটপাটসহ হত্যার ঘটনা ঘটে চলেছে।  প্রতি বছর এ সকল ঘটনায় অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরন, প্রাণহানিসহ সহায় সম্বলহীন হয়ে পড়ছে। হামলা মামলায় ক্ষতিগ্রস্ত জর্জরিত এ অঞ্চলের লাক্ষ পরিবারের মানুষ। যা নিয়ে বিব্রত স্থানীয়  প্রশাসনসহ সচেতন মহল সকেলেই।।

এ পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশের এমন ব্যতিক্রমী উদ্দ্যোগ কে সত্যি প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন জেলার সচেতন মহলসহ সকলে।।

ট্যাগ: banglanewspaper মাগুরা