banglanewspaper

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, টাংগাইলে-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামী লীগের ভোট কেন্দ্র সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, টাংগাইলে-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ আহসানুল ইসলাম টিটু দলীয় নেতা কর্মীদের নিয়ে নাগরপুর ও দেলদুয়ার উপজেলার ওয়ার্ড কর্মীদেও সাথে মত বিনিময় করে এ সুরক্ষা কমিটি গঠন করেন।

এ বিষয়ে আহসানুল ইসলাম টিটু বলেন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে নৌকা মার্কায় বিজয় নিশ্চিত করতেই তৃনমূল নেতাকর্মীদের নিয়ে কেন্দ্র সুরক্ষা কমিটি গঠন করছি।

ট্যাগ: Banglanewspaper টাঙ্গাইল-৬