banglanewspaper

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে কুখ্যাত মাদক  সম্রাট শফিকুল ইসলাম ওরফে সফু( ৪০)পুলিশের গুলিতে আহত অবস্থায় গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
   
গোপন সংবাদ এর ভিত্তিতে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মকবুল হোসেন এর নেতৃত্বে এসআই বাদল কুমার মন্ডল এর টিম গভীররাতে চন্দ্রপুর ইউনিয়ন এর খামারভাতি গ্রামে অভিযান চালায়,অভিযান চলাকালীন অবস্থায় সফু ও তার দল পুলিশের উপর আক্রমণ চালালে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মাদকসম্রাট সফু গুলিবিদ্ধ হয়,ঘটনাস্থল থেকে বেশকিছু দেশীয় অস্ত্র ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মকবুল হোসেন জানান গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর  আক্রমণ চালালে পুলিশ গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী সফু গুলিবিদ্ধ হয়,তিনি আরো জানান আহত অবস্থায় মাদক সম্রাট সফুকে কালীগঞ্জ উপজেলা মেডিকেল কম্পেলেক্স এ ভর্তি করা হয়েছে,তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে সেইসাথে নতুনকরে আরেকটি মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

ট্যাগ: bdnewshour24 লালমনিরহাট