banglanewspaper

এইতো এক সপ্তাহও হয়নি মালা বদল করেছেন বলিউডের আলোচিত দুই তারকা রণবীর সিং ও দীপিকা পাডুকোন। ১৪ নভেম্বর দুই পরিবারের স্বজন ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে ইতালির লেক কোমোর ডেল বাল্বিনেলো ভিলায় কন্নড় রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। ইতালিতে মালা বদল শেষে রবিবার (১৮ নভেম্বর) ভারতে ফিরেই নিজেদের অ্যাপার্টমেন্টে উঠেছেন এই তারকা যুগল।

বর্তমানে প্রভাদেবী রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের ২৭ তলায় সংসার সাজিয়েছেন দীপবীর। রামের লীলাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত ছিল রণবীরের নতুন ভবন। তাই মুম্বাইতে ফিরেই বান্দ্রার অভিজাত এলাকাই ছিলো দীপবীর জুটির নতুন গন্তব্য।   

রবিবার সকাল থেকেই ভক্তদের ভিড় ছিলো বাজিরাও মাস্তানির আলো ঝলমলে এ বাড়ির সামনে। গাড়ি থেকে নেমেই হাত নেড়ে অভিন্দন গ্রহণ করে নবদম্পতি।

আসছে ২১ নভেম্বর বেঙ্গালুরুতে পরিবার ও বন্ধুদের নিয়ে এবং ২৮ নভেম্বর মুম্বাইয়ে বলিউডের স্বজনদের জন্য বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

ট্যাগ: bdnewshour24 রণবীর দীপিকা