banglanewspaper

মনির হোসেন জীবন, নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে জোড় ইজতেমা আয়োজনকে কেন্দ্র করে দু'গ্রুপে সংঘর্ষের ঘটনায় একজন মুসল্লি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে শতাধিক মুসল্লি।

নিহত ব্যক্তি হলো- মোঃ ইসমাইল মণ্ডল। তিনি মুন্সিগঞ্জ জেলার মিলিয়া পাড়া গ্রামের খলিল মন্ডল এর ছেলে। তিনি সাদ গ্রুপের অনুসারী।

আর মুসল্লি ও পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, বিবদমান উভয়পক্ষ একমত হয়ে‌ছে ময়দানে কেউ থাকবে না। এ বিষয়ে আলোচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি জরুরী সভার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে আজ সকালে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সা’দ কান্ধলভী ও মাওলানা জুবায়েরপন্থী তাবলীগ-জামাতের মুসল্লিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, উভয়পক্ষকে শান্ত করা হয়েছে। ইজতেমা ময়দানে বিপুল সংখ্যক র‍্যাব-পুলিশ রয়েছে। মুসল্লিদের ইজতেমা ময়দান ত্যাগ করতে বলা হয়েছে।

ট্যাগ: bdnewshour24 গাজীপুর