banglanewspaper

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ৬০০পিস ইয়াবা ট্যাবলেট ও ২০হাজার ৪০টাকাসহ ইমানুর রহমান ঘেনা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক ঘেনা উপজেলার শিবনাথপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

বিজিবি সদস্য জানান, একটি সুনির্দিষ্ট গোপন সংবাদে জানতে পারি বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা গ্রামস্থ শিবনাথপুর পুকুরের পাড়ে মাদকের আস্তানায় মাদক ব্যবসায়ী ঘেনা ইয়াবা বিক্রি করছে। ইয়াবা বিক্রির সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে অগ্রভূলাট বিওপি’র বিজিবির একটি চৌকস টহলদল অভিযান চালায়। অভিযানকালে ঘেনাকে ৬০০পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ২০ হাজার ৪০টাকাসহ আটক করা হয়।

২১’বিজিবি ব্যাটালিয়ন পরিচালক ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) ৬০০পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ২০ হাজার ৪০টাকাসহ ঘেনাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীসহ ইয়াবা ট্যাবলেট ও টাকা বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগ: bdnewshour24 বেনাপোল