banglanewspaper

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১৮ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নিয়মিত সভায় এ বহিষ্কারাদেশ দেয়। এছাড়া অধিকতার তদন্তের জন্য চার সদস্য বিশিষ্ট্য উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ 

সাময়িক বহিষ্কার হওয়া তিন শিক্ষার্থী হলেন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রিজওয়ান রাশেদ সোহান,  প্রত্নতত্ত্ব বিভাগের মাহিদ ও মার্কেটিং বিভাগের আহসানুজ্জামান শাওন। তারা সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রথম বর্ষের আবাসিক ছাত্র। 

এর আগে গত ৯ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় খাবার খেয়ে হলে ফেরার পথে অভিযুক্তরাসহ আরও কয়েকজন মিলে অর্থনীতি বিভাগের ৮ শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে এক মেয়ে শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়। 

এ ঘটনায় পরদিন অভিযুক্তদের শাস্তি চেয়ে প্রক্টর বরাবর অভিযোগ দেয় মারধরের শিকার শিক্ষার্থীরা।

প্রক্টর অফিসের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ডের সভায় অভিযুক্তদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সুপারিশ করলে সিন্ডিকেট আজ তা অনুমোদন দেয়।

ট্যাগ: bdnewshour24 জাবি