banglanewspaper

খান মোঃ আসাদ উল্লাহ, ববি প্রতিনিধি: উদ্বোধন করা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় উপাসনালয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নবম বছরে উদ্বোধন করা হলো এই কেন্দ্রীয় উপাসনালয়।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় উপাসনালয় উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হক।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ হাসিনুর রহমান ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উৎযাপন কমিটির সদস্যরা।

উপাসনালয় উদ্বোধনের পর উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) ছাত্র অনুপ মজুমদার বলেন, "উপাসনালয়টি প্রধানত হিন্দুদের জন্য, তবে বৌদ্ধ ও খ্রিস্টানরাও উপাসনার জন্য আসতে পারবে। উপাসনালয়ের অনুষ্ঠানসমূহ সকলের জন্য উন্মুক্ত।"

ট্যাগ: bdnewshour24 বরিশাল বিশ্ববিদ্যালয়