banglanewspaper

ওমর ফারুক, বান্দরবান: "সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের আস্থানা জ্বলিয়ে দাও পুড়িয়ে দাও"। বুধবার বিকেলে বান্দরবান জেলা আওয়ামী লীগ  এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্দ্যোগে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে এমন প্রতিবাদ মুখর স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়েছে বান্দরবানের রাজপথ।

৫ম উপজেলা ইউনিয়ন নির্বাচনে বিলাইছড়ি আওয়ামী লীগ সভাপতি সুরেস কুমার তঞ্চঙ্গ্যা ও ৮জন নির্বাচনী কর্মকর্তা-কর্মচারীকে গুলি করে হত্যার প্রতিবাদে বান্দরবান জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

এমন নারকীয় হত্যাকান্ডে প্রতিবাদ, নিন্দা ও  নিহতদের প্রতি সমবেদনা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এম.পি। মন্ত্রীর সহকারি একান্ত সচিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

বান্দরবানে আজকের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহসভাপতি নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, যুগ্মসাধারন সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর শহর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ ও সাধারন সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা অনতিবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শ্বাস্থি দাবি কবের।

ট্যাগ: bdnewshour24 রাঙ্গামাটি