banglanewspaper

মনির হোসেন জীবন, নিজস্ব প্রতিনিধি: সাভারের আশুলিয়ার শিমুলিয়ায় ডোবার পানিতে পড়ে দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

গতকাল সোমবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের তেলীপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের তেলীপাড়া এলাকার হামিদ দেওয়ানের মেয়ে সুমাইয়া আক্তার (৯) এবং একই এলাকার ওয়াজেদ মিয়ার মেয়ে জিয়াসমিন (৯)। তারা দু’জনেই শিমুলিয়া নতুনবন্দর সমরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহত জিয়াসমিনের চাচাতো ভাই ফারুক হোসেন জনান, সন্ধ্যায় ওই এলাকার লালমিয়ার বাড়ির পাশেই খেলা করছিল জিয়াসমিন, সুমাইয়াসহ আরো কয়েকজন শিশু। খেলার সময় জিয়াসমিনের পায়ে কাদা লাগলে সে ডোবার পানিতে পা ধুতে যায়। এসময় হঠাৎ করেই পা পিছলে ডোবার পানিতে পড়ে যায়। এসময় সুমাইয়া তাকে উদ্ধার করতে গেলে সেও পড়ে যায়। 

এসময় সেখানে খেলা করা অন্য এক শিশু চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের দু’জনকে উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 

পরে পরিবারের লোকজন তাদের মৃতদেহ বাড়িতে নিয়ে আসেন এবং পারিবারিক কবরস্থানে তাদের দাফন করেন। ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজ ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

ট্যাগ: bdnewshour24 আশুলিয়া