banglanewspaper

বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ নয় শান্তি চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ‘তবে সার্বভৌমত্ব রক্ষায় সব হুমকি বা আক্রমন প্রতিহত করার প্রস্তুতি থাকতে হবে।’ একইসঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পাঠানোর আগে সেনাদের প্রশিক্ষণেরও তাগিদ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে এ কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর গত ৭ জানুয়ারি ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়।

প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি শেখ হাসিনা প্রতিরক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

ট্যাগ: bdnewshour24 প্রধানমন্ত্রী