banglanewspaper

বিশ্বনাথ রায়,ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক কাচা ঘরবাড়ী ও শতশত গাছপালা  ভেঙ্গে তছনছ হয়েছে।

রবিবার আকর্ষ্মিক এ ঝড়ে উপজেলার পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়, বালারহাট আর্দশ স্কুল এন্ড কলেজ, উত্তর শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয় এবং দাসিয়ারছড়া মিশকাত আইডিয়াল স্কুল এন্ড কলেজের শ্রেণীকক্ষ লন্ডভন্ড হয়। এছাড়া উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশতাধিক কাচা ঘরবাড়ী বিধ্বস্ত হয়।

উত্তর শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান সাবু জানান, ঝড়ে তার বিদ্যালয়ের ৪টি শ্রেণীকক্ষ, সাইকেল গ্যারেজ এবং বেশ কিছু আসবাবপত্র ভেঙ্গে যায়। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানান, কালবৈশাখী ঝড়ে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা উপরে পাঠানো হয়েছে।

ট্যাগ: bdnewshour24 ফুলবাড়ী