banglanewspaper

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস ও অজিঙ্কা রাহানের দল রাজস্থান রয়্যালস। জয়পুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। অন্যদিকে, পাঁচ ম্যাচ খেলে রাজস্থান জয় পেয়েছে একটিতে। দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তারা সপ্তম অবস্থানে রয়েছে।

রাজস্থান রয়্যালস একাদশ (সম্ভাব্য): অজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), স্টিভেন স্মিথ, প্রশান্ত চোপড়া, বেন স্টোকস/অ্যাশটন টার্নার, মহীপাল লমরোর, শ্রেয়াস গোপাল, জফরা আর্চার, বরুণ অ্যারোন/কৃষ্ণাপ্পা গৌতম, মিধুন, ধাওয়াল কুলকারনি।  

চেন্নাই সুপার কিংস একাদশ (সম্ভাব্য): শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, দীপক চাহার, স্কট কুগেলেইন, ইমরান তাহির।

ট্যাগ: bdnewshour24 আইপিএল