banglanewspaper

মাগুরা প্রতিনিধি: মাগুরায় বিশ্বনবী হযরত মুহম্মদকে নিয়ে কটুক্তি কারী রাজ কুমারের ফাসির দাবিতে বিক্ষোভ-সমাবেশ-কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে মাগুরা বিক্ষোভ সমাবেশ ও অভিযুক্ত কটুক্তিকারী রাজ কুমারের কুশপুত্তলিকা দাহ করা হয়ে। বিশ্ব নবী মর্যাদা রক্ষা ও  নাস্তিক মুরতাদ প্রতিরোধ কমিটি মাগুরা জেলা শাখার পক্ষ থেকে মঙ্গলবার এ সকল কর্মসূচির আয়োজন করা হয়। 

বিশ্বনবীকে কটুক্তিকারী রাজ কুমার সেন এর ফাসির দাবীতে বেলা ১২ টায়  শহরের সেগুন বাগিচা থেকে বিক্ষোভ মিছিল বের করে মুসল্লিরা। মিছিল শেষে নোমানী ময়দানে সমাবেশ স্থলে অভিযুক্ত রাজকুমারের কুশপুত্তলিকা দাহ করা করে বিক্ষোভকারীরা।

পরে নোমানী ময়দানে অনুষ্ঠিত সমাবেশে প্রতিরোধ কমিটির আহবায়ক মুফতি জিহাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন-মওলানা মোস্তফা কমাল, মওলানা রইচ উদ্দিদ, মওলানা জাভেদ, হাফেজ অতিয়ার রহমান , মওলানা মহসিন প্রমুখ। 

বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে ফেসবুকে কটুক্তিকারী নড়াইল জেলার হবখালী গ্রামের রাজ কুমার সেন-এর ফাসির দাবী জানান।

ট্যাগ: bdnewshour24 মাগুরা