banglanewspaper

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা পুলিশ সুপার এর নির্দেশে চলমান মাদক বিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় চল্লিশ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

গোপন সংবাদ এর ভিত্তিতে শুক্রবার (১৯ এপ্রিল) সকালে ইয়াবার একটি চালান হাত বদল হচ্ছে এমন তথ্যর উপর কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়ন এর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রিরত অবস্থায় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গোড়ল ইউনিয়ন এর মোঃ মাহবুব রহমানের পুত্র বেলায়েত হোসেন ওরফে বেলাল (৩২) এবং অপরজন আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন এর দেলোয়ার হোসেন এর ছেলে আতিকুল ইসলাম উজ্জল (৩০) বলে নিশ্চিত করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু মোঃ সাজ্জাদ জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে উপ পরিদর্শক বাদল কুমার মন্ডল এর টিম দক্ষতার সহিত অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

তিনি আরো জানান আটককৃত মাদক ব্যবসায়ীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।          

ট্যাগ: bdnewshour24 লালমনিরহাট