banglanewspaper

আত্রাই (নওগাঁ)  প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় ভুট্টু বাহাথ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আহসানগঞ্জ রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ভুট্টু বাহাথ জয়পুরহাট সদর ঋষিপাড়া এলাকার নগীন বাহাথের ছেলে।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি তিতুমির এক্সপ্রেস ট্রেনটি আহসানগঞ্জ রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় ভুট্টু বাহাথ ট্রেনের সামনে চলে আসে।

এসময় ট্রেনের সঙ্গে মাথায় ধাক্কা খেয়ে মাটিতে ছিটকে পড়ে। সাথে সাথে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসার কিছু সময় অতিবাহিত হওয়ার পর সে মারা যায় এবং তার লাশ উদ্ধার করা হয়েছে।

ট্যাগ: bdnewshour24 আত্রাই