banglanewspaper

মাগুরা প্রতিনিধি:  মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে আজ শনিবার দুপুরে গলায় কাঁচের বল আটকে রাফি নামে ৫ বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের গার্মেন্টস কর্মী জামিরুল ইসলামের ছেলে।

জানা গেছে, দুপুর ১২টার দিকে রাফি কাঁচের বল নিয়ে খেলতে খেলতে একটি বল মুখে দিলে তার গলায় গিয়ে শ্বাসনালীতে আটকে যায়। দ্রুত তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে ততক্ষণে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই পরিবারে শোকের মাতম চলছে। 

হাসপাতালের ডা. মশিউর রহমান জানান, ‘শিশুটির গলায় দীর্ঘক্ষণ কাঁচের বল আটকে থাকায় তার মৃত্যু হয়েছে।’

ট্যাগ: bdnewshour24 কাঁচের বল