banglanewspaper

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ে পরীক্ষায় মানবন্টন ও সিলেবাস অনুসারে প্রশ্নপত্র না হওয়ায় শিক্ষার্থীরা বিপাকে পরেন। এতে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ছাড়াও অবিভাবকরা অভিযোগ করেন, উপজেলা শিক্ষক সমিতি থেকে যোগ্যতা ভিত্তিক প্রশ্নপত্র তৈরী করতে গিয়ে কমল মতি শিশু শিক্ষার্থীদের জন্যে কঠিন প্রশ্ন তৈরী করা হচ্ছে। আগামিতে দ্রুত ভুল ও শিক্ষার্থী বান্ধব যোগ্যতা ভিত্তিক প্রশ্নপত্র তৈরীতে সঠিক নজর দিতে উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। শনিবার অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গণিত পরীক্ষাসহ আরো কয়েকটি অনুষ্ঠিত পরীক্ষায় এই সব ভুল করা হয়েছে।

সূত্রে জানা গেছে, শনিবার অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণীর গণিত পরীক্ষায় সময় নির্ধারণ করা হয় ২ ঘন্টা। ১ থেকে ১২ নাম্বার প্রশ্ন রাখা হয়। ১২টি প্রশ্নের মোটর নাম্বার ১৬০। প্রশ্নের ১ নাম্বারে ক ও খ তে ৫ করে ১০ নাম্বার, ২ ও ৩ নাম্বারে ১০ করে নাম্বার। ৪ ও ৫ নাম্বারে বিজোড় ও জোড় গোলে দেয়াতে ২০ নাম্বার রাখা হয়েছে। আর ৬ নাম্বারে শূন্যস্থাণ পূরণে ৫ গুণ ১ সমান ৫০ নাম্বার লিখা রয়েছে। পরবর্তীতে ৭ নাম্বার থেকে ১২ নাম্বার পর্যন্ত প্রশ্নে ১০ নাম্বার করে দেয়া হয়েছে। এই মোট নাম্ববারের হিসেব করে প্রশ্নের মোট নাম্বার ১৬০।

সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হওয়ারপর দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা প্রশ্নপত্র দেখে বিপাকে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক অবিভাবক ও শিক্ষকরা জানিয়েছেন, প্রশ্নপত্র না বুঝে সব প্রশ্নে উত্তর দিয়েছে। আবার শিক্ষকদের শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করেন। তবে কোন সমাধান দিতে পারেননি।

রাণীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের অবিভাবকগণ জানিয়েছেন, সিলেবাস অনুসারে জামিতি পড়ানো হয়েছে। অথচ পরীক্ষায় প্রশ্নেপত্রে জ্যামিতির কোন প্রশ্ন রাখা হয়নি।

প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের অবিভাবকগণ জানিয়েছেন, প্রশ্নপত্রে ১০টি প্রশ্ন রাখা রয়েছে অথচ প্রশ্নপত্রে লিখা রয়েছে, ১২ নাম্বারসহ ১০টি প্রশ্নের উত্তর দিতে। তবে প্রশ্নেপত্রে ১১ এবং ১২ নাম্বার নেই। ১০ নাম্বার প্রশ্নে একটি অংকে ১০ নাম্বার দিলেও অথবাতে তিনটি জ্যামিতির উত্তর দিতে বলা হয়েছে। এই তিনটি জ্যামিতিতে নাম্বার কোন বিভাজন করা হয়নি।

গত বৃহস্পতিবার ইসলাম ও হিন্দু ধর্ম বিষয়ে পরীক্ষার প্রশ্নপত্রে প্রথম ও দ্বিতীয় কঠিন প্রশ্ন তৈরী করা হয়েছে। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তৈরী করতে গিয়ে বয়সের তুলনায় অনেক কঠিক প্রশ্নপত্র তৈরী করা হয়েছে বলে অভিযোগ করেন অনেকেই। আবার ইংরেজি প্রশ্নেও সকল শ্রেণীতে অনেক অনেক কঠিন প্রশ্ন করা হয়ে থাকে। প্রশ্ন তৈরী করতে গিয়ে তারা ভুলে যান যে, আমাদের সমাজ ও পরিবেশের সমস্য রয়েছে। সে অনুসারে প্রশ্ন তৈরী করতে হবে।

এ ব্যাপারে রাণীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিায় সুলতান বলেন, প্রশ্নপত্রগুলো আরো ভালো ভাবে করা উচিৎ ছিল।

রাণীনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা এমএম মাহবুবুর রহমান বলেন, প্রশ্নপত্র না দেখে বলতে পারব না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগ: bdnewshour24 রাণীনগর প্রাথমিক পরীক্ষা

রাজশাহী
অনৈতিক কাজে জড়িত থাকায় হোটেল থেকে আটক ৮

banglanewspaper

পাবনা শহরের বাস টার্মিনাল এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ম্যানেজারসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৩১ জুলাই) বিকেলে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আটককৃতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকার বলাকা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় আটজনকে আটক করা হয়।

ট্যাগ:

রাজশাহী
বিয়ের পর স্টক বিজনেস করছেন কলেজপড়ুয়া মামুন, পদোন্নতি শিক্ষিকার

banglanewspaper

নাটোরে যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের ৬ মাস পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এক কলেজছাত্র ও শিক্ষিকা। তবে সব নেতিবাচকতাকে পেছনে ফেলে বিয়ের বিষয়টি প্রকাশ করেছেন তারা।

রোববার (৩১ জুলাই) সকাল থেকে এ ঘটনায় নিয়ে ফেসবুকে চলছে আলোচনা-সমালোচনা। বর্তমানে তারা নাটোর শহরের একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন।

দম্পতিরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলা বাসিন্দা মামুন হোসেন (২২) ও খাইরুন নাহার (৪০)।মামুন হোসেন নাটোর এন এস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।

জানা গেছে, বিয়ে পর থেকে বেশ কিছুদিন ধরে মামুন হোসেন স্টক বিজনেস শুরু করেছেন। একই সঙ্গে পাট, ধান, গম, সরিষাসহ অপচনশীল কৃষিপণ্য নিয়ে কাজ করছেন তিনি। অন্যদিকে তার স্ত্রী খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হয়েছেন।

কলেজছাত্র মামুন বলেন, প্রায় সাত মাস আগে আমরা দুজন বিয়ে করেছি। এ বিষয়ে কে কি বলল সেগুলো মাথায় না নিয়ে নিজেদের মতো সংসার গুছিয়ে নিয়েছি। তবে আমি তার কলেজের ছাত্র নই। আমি নাটোর এন এস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। আর আমার স্ত্রী খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। আমাদের বিয়ের সময় সে প্রভাষক ছিলেন। প্রায় দুই মাস আগে পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হয়েছেন।

উল্লেখ্য, গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহার। তার রাজশাহীর বাঘায় প্রথম বিয়ে হয়েছিল। পারিবারিক কলহে সংসার বেশি দিন টেকেনি তার। তবে ওই ঘরে একটি সন্তান রয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২০২১ সালের ২৪ জুন তাদের পরিচয় হয় মামুন হোসেনের সঙ্গে। এরপর থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে ২০২১ সালের ১২ ডিসেম্বরে বিবাহবন্ধনে আবন্ধ হন তারা। তবে সপ্তাহখানেক আগে তাদের বিয়ের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।

ট্যাগ:

রাজশাহী
পাবনায় বাসচাপায় একই পরিবারে প্রাণ গেল তিনজনের

banglanewspaper

পাবনার সাঁথিয়ায় বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ৭টার দিকে উপজেলার কাশিনাথপুরের ঢাকা-পাবনা মহাসড়কের করিয়াল এলাকায় এঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাশিনাথপুরের দুর্গাপুরের মৃত আব্দুল লতিফের ছেলে আবু সাইদ (৫৫), তার ছেলে তাউহিদ (৪) ও আবু সাঈদের ভাই আমির হামজার মেয়ে রোজা। আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিুকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তারা পরিবারসহ করিয়াল এলাকায় দাওয়াত খেয়ে ভ্যানযোগে বাড়ি ফিরছিল। এসময় মহাসড়কে ওঠার সময় পাবনা থেকে ঢাকাগামী সি-লাইন পরিবহন চাপা দেয়। এতে ভ্যানটির সবাই আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে তাদের অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথে দুইজন এবং হাসপাতালে পৌছানোর আরও একজন মারা যান।

এবিষয় মাধপুর হাইয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবদুল কাসেম আজাদ জানান, আমরা পরে ঘটনাস্থলে গিয়ে ভ্যানটি উদ্ধার করেছি। অভিযুক্ত বাস ও বাসের কাউকে পাওয়া যায়নি। নিহতদের পক্ষে কেউ অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

ট্যাগ:

রাজশাহী
ধূমপান করায় ষষ্ঠ শ্রেণির ৩ শিক্ষার্থী বহিষ্কার

banglanewspaper

ধূমপান করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল মালেক সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। সেই নোটিশে উল্লেখ করা হয় ওই তিন শিক্ষার্থী ধূমপান করেছে ও তা প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কার করা হলো।

অনেকেই বলছেন, অভিযুক্ত ওই শিক্ষার্থীদের বোঝানো উচিত ছিলো। এভাবে প্রকাশ্যে নোটিশ তাদের মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত করবে। প্রয়োজনে তাদের অভিভাবকদের জানানো উচিত ছিলো।

নোটিশে বলা হয়, বিজ্ঞপ্তি নম্বর ৩১ এর অনুচ্ছেদ ৩ এর সিদ্ধান্ত মোতাবেক ওই তিন শিক্ষার্থী ধূমপান করায় এবং বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের শ্রেণি কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো।

নোটিশে আরও বলা হয়, ভবিষ্যতে সংশোধন হলে অভিভাবকের স্বীকারোক্তি সাপেক্ষে এবং বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে সত্য বলে প্রতীয়মান হলে শ্রেণিতে পাঠদানের বিষয়টি বিবেচনা করা হবে।

এ বিষয়ে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল মালেক আরটিভি নিউজকে বলেন, ওই তিন শিক্ষার্থী ধূমপান করায় তাদের বহিষ্কার করা হয়েছে। তবে শিক্ষার্থীদের একান্তে বোঝানো হয়েছিলো কিনা এমন প্রশ্নে কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেন।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদের বলেন, বিষয়টি জানা নেই। শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়টি খোঁজ নিবেন।

ট্যাগ:

রাজশাহী
গাঁজাসহ দুই বোন গ্রেপ্তার

banglanewspaper

বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাগরকান্দি প্রতাপবাজু গ্রামে গাঁজাসহ দুই বোনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৪ জুন) বিকেল ৩টার দিকে ওই গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নাগরকান্দি প্রতাপবাজু গ্রামের মৃত মীর আলী প্রামাণিকের মেয়ে বকুল বেগম (৫২) ও শিউলি বেগম (৪৮)।

র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবগঞ্জের নাগরকান্দি প্রতাপবাজু গ্রাম থেকে দুই কেজি ৭০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ বকুল এবং শিউলিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ: