banglanewspaper

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় পাস করতে না পারায় ফারজানা আক্তার নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে। সোমবার (৬ মে) রাতে ধামরাইয়ের চাপিল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী চাপিল গ্রামের ফারুক হোসেনের মেয়ে এবং শৈলান সুরমা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

পুলিশ জানায়, ফারজানা গত বছর সুরমা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল, তবে সে গণিত বিষয়ে ফেল করে। এবারও এক বিষয়ে পরীক্ষা দেওয়ার পরও ফেল করে সে। এর জেরে সোমবার সন্ধ্যায় নিজ কক্ষে গলায় ফাঁস দেয়। আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসলেও পরিবারের কোনও অভিযোগ না থাকায় স্বজনের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ: bdnewshour24 এসএসসি