banglanewspaper

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে লক্ষ্য করে এক প্রতিবাদকারী ডিম ছুড়ে মেরেছেন। দেশটির জাতীয় নির্বাচনে প্রচারণার সময় এই ঘটনা ঘটেছে। খবর বিবিসি'র।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ছুড়ে মারা ডিমটি মরিসনের মাথায় লাগে। তবে তা ভাঙেনি। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, এক নারীকে ঘটনাস্থল থেকে জোর করে সরিয়ে নেওয়া হচ্ছে।

জানা গেছে, অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর গায়ে ডিম ছুড়ে মারার ঘটনাটি ঘটেছে ক্যানবেরার ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত অ্যালবারি শহরে। কাউন্ট্রি উইম্যান অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠান চলাকালে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে একজন বয়স্ক নারী অজ্ঞান হয়ে পড়েন। স্কট মরিসন ডিম ছুড়ে মারার ঘটনাকে ভীরুতাপূর্ণ বলে আখ্যায়িত করেছেন।

আগামী ১৮ মে অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্যাগ: bdnewshour24 অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী