banglanewspaper

চলতি মৌসুমে লিভারপুল ড্রেসিংরুমে সবচেয়ে চর্চিত শব্দ কী? ‘ইটস অনলি পেইন’, হ্যাঁ মৌসুম জুড়ে চোট-আঘাতে জর্জরিত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা লিভারপুলের কাছে এই শব্দই এখন সবচেয়ে আলোচিত৷

চোটের কবল পড়া সাম্প্রতিকতম ফুটবলারের তালিকায় ছিলেন মোহাম্মদ সালাহ৷ প্রিমিয়র লিগে নিউক্যাসেলকে ৩-২ গোলে হারানোর ম্যাচে মাথায় চোট পেয়েছিলেন সালাহ। চোটের কারণে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মেসির বার্সেলোনার বিরুদ্ধে ফিরতে লেগের ম্যাচে মাঠে নামা হয়নি তার ৷ সেই সঙ্গে চোটের জন্য এই ম্যাচে দলের বাইরে ছিলেন ফিরমিনো৷ দুই তারকা বাইরে থাকলেও অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট পেতে অসুবিধে হয়নি রেডদের৷ সেমিফাইনালে পাওয়া না গেলেও ২ জুন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মাঠে নামতে চলেছেন সালাহ৷ শুক্রবার থেকেই প্রস্তুতিতে যোগ দিয়েছেন লিভারপুলের মিশরীয় ফুটবলার৷

শুধু তাই নয়,  রবিবার প্রিমিয়র লিগে উলভসের বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন সালাহ৷ রবিবারই প্রিমিয়ার লিগের ভাগ্য নির্ধারণের জোড়া ম্যাচ৷ ঐ দিন সন্ধ্যেয় অ্যাওয়ে ম্যাচে ব্রাইটনের বিরুদ্ধে মাঠে নামছে ৩৭ ম্যাচ শেষে ৯৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটি৷ জিতলে ৯৮ পয়েন্টি নিয়ে তারাই চ্যাম্পিয়ন৷ অঘটন ঘটে ম্যাচ ড্র হলে ৯৬ পয়েন্টে শেষ করবে সিটি৷ সেক্ষেত্রে ঘরের মাঠে উলভসদের হারাতে পারলেই, ৩৮ ম্যাচে ৯৪+৩=৯৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাবে লিভারপুল৷

গুরুত্বপূর্ণ এই ম্যাচেই চোট সারিয়ে মাঠে ফিরছেন সালাহ৷ সালাহ সহ চোটের মধ্যে থাকা হেডারসন ও রবার্টসনকে পাওয়া যাবে বলে আশাবাদী রেডর্সদের কোচ ক্লপ৷ লিগের শেষ দিনে ভাগ্য সাথে থাকলে সিটি পয়েন্ট হারালে, নিজেদের ম্যাচ জিতে চ্যাম্পিয়নের মুকুট জয়ের স্বাদ পেতে পারে ক্লপ অ্যান্ড কোম্পানি৷ রেডদের হেডমাস্টার ক্লপ অবশ্য অঙ্ক নিয়ে ভাবচ্ছেন না, ম্যাচ জিতে মৌসুম শেষ করার বিষয়ে তিনি আশাবাদী৷

ট্যাগ: bdnewshour24 লিভারপুল