banglanewspaper

মাগুরা প্রতিনিধি : মাগুরা সমাজ সেবা অধিদপ্তর কতৃক সামাজিক নিরাপত্তা কর্মসুচির আওতায় দুঃস্থ, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মাগুরা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য জনাব সাইফুজ্জামান শিখর আনুষ্ঠানিকভাবে এ সকল ভাতার কার্ড প্রদান করেন।

মাগুরা জেলা সমাজ সেবা কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক মহিলা সংসদ সদস্য কামরুন লায়লা জলি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর চেয়ারম্যান খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান উপস্থিত ছিলেন। 

এ ছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইউনিয়নের চেয়ারম্যানগন এ সময় উপস্থিত ছিলেন। এ সময় ২২৬৪ জন বিধবা, বয়স্ক এ প্রতিবন্ধীর মাঝে ভাতার কার্ড ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৭৫ জন কে এককালীন ৫০.০০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

 

ট্যাগ: bdnewshour24 মাগুরা