banglanewspaper

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঘুগরী গ্রামে ইজিবাইকের ধাক্কায় জুনায়েদ হোসেন (৬) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার সকালে ঘুগরী কাঁঠালতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ উপজেলার বাগানমাঠ গ্রামের কালু মিয়ার ছেলে।

মহেশপুর থানার ওসি রাশিদুল আলম জানান, শিশু জুনায়েদ বাড়ি থেকে দাদীর সাথে আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছিল। পথে ঘুগরী কাঁঠালতলা মোড় এলাকায় পৌঁছলে একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ইজিবাইকটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

ট্যাগ: bdnewshour24 ইজিবাইক শিশুর মৃত্যু