banglanewspaper

বিশ্বকাপের ২৫ তম ম্যাচেও বৃষ্টির হানা। বৃষ্টির কারণে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচের টস হতে বিলম্ব। বাংলাদেশ সময় বেলা ৩টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বিলম্ব হচ্ছে। ইংল্যান্ডের এজবাস্টন বার্মিংহামে খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজিল্যান্ড বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে নিউজিল্যান্ড। অন্যদিকে পাঁচ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৮নম্বরে ভারত। বৃষ্টি না হলে আজ যেকোনো একটি দলকে পরাজয় বরণ করতে হবে।

দক্ষিণ আফ্রিকা প্রথম তিন ম্যাচ হারার পর শেষ ম্যাচে আফগানদের হারিয়ে ঘুরে দাড়াতে মড়িয়া। অন্যদিকে টানা তিন জয় ও এক ম্যাচ না হওয়ায় ৭ পয়েন্ট টেবিলের তিনে থাকা নিউজিল্যান্ডও উড়ছে। 

 

 

ওয়ানডেতে এ পর্যন্ত ৭০টি ম্যাচে মুখোমুখি হয়েছে দ. আফ্রিকা ও নিউজিল্যান্ড। এর মধ্যে দ. আফ্রিকা ৪১টি ম্যাচে জিতেছে, নিউজিল্যান্ড জয় পেয়েছে ২৪টিতে। পরিত্যাক্ত হয়েছে ৫টি ম্যাচ।

ট্যাগ: bdnewshour24 নিউজিল্যান্ড