banglanewspaper

ওমর ফারুক, বান্দরবান: প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে ২৭হাজার শিক্ষা সামগ্রী বিতরণের উদ্দ্যোগ গ্রহণ করে ছিলেন ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুর।

তিনি টানা ৬ষ্ঠ বার ৩০০নং সংসদীয় আসনের সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির বড় ছেলে।

সোমবার (২৪জুন) বান্দরবানের দুর্গম থানছি উপজেলায় প্রাথমিক পর্যায়ের ৩হাজার ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করার মাধ্যমে এ বছরের মত এ কার্যক্রমের ইতি টানেন রবিন। চলতি বছরের জানুয়ারিতে ২৭হাজার প্যাকেট শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন বান্দরবান সদর উপজেলা থেকে।

রবিন বাহাদুরের পক্ষে থানছিতে শিক্ষা সামগ্রী বিতরণ করেন থানছি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মার্মা রণি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশীষ বড়ুয়া, শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়াসহ অন্যান্যরা।

শিক্ষা সামগ্রী বিতরণের পুরো কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকা জেলা ছাত্রলীগের সহসভাপতি আশীষ বড়ুয়া জানান, বান্দরবান জেলায় ২৭হাজার প্যাকেট শিক্ষা উপকরণ বিতরণের উদ্দ্যোগ গ্রহণ করে ছিলেন রবিন বাহাদুর। আমরা তাঁর উদ্দ্যোগকে স্বাগত জানাই। প্রাথমিক শিক্ষার প্রসারে তাঁর ভূমিকা প্রশংসার দাবিদার। 
নিজ অর্থায়নে ক্রয়কৃত এসব শিক্ষা সামগ্রী জেলার ৩৩টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে বিতরণ করা হয়েছে। যা ২৪জুন থানছিতে শেষ হয়। রবিন বাহাদুর এ মহতী উদ্দ্যোগ সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানন।

ট্যাগ: bdnewshour24 বান্দরবান